পীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পিবিএ,পীরগঞ্জ রংপুর প্রতিনিধি: ১৯৭১ সালের ৭ ডিসেম্বর পীরগঞ্জ হানাদার মুক্ত দিবসে অংশগ্রহণকারী দিনাজপুর জেলার পার্বতীপুরে ৯ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা শাখা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে ওই সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা প্রদান উপলক্ষে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে র‌্যালী, আলোচনা সভা, সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এড. আবু সুফিয়ান হিরুর সঞ্চালনায় সংবর্ধিত হন পীরগঞ্জকে হানাদার মুক্ত করতে সম্মুখ যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী (মরনোত্তর), বীর মুক্তিযোদ্ধা খান বাহাদুর, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত আলী, বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা শাহদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আনন্দোলনের আশিকুর রহমান সৌরভ, রংপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কাফি সরকার, পীরগঞ্জ উপজেলা ভুমিহীন কল্যাণ সমিতির সভাপতি ও মুক্তিযুদ্ধা মোকলেছুর রহমান, আফজাল হোসেন, খান বাহাদুর, আব্দুল বারেক,আবু সাঈদ, ওসমান খান, আকবর আলী, তেল গ্যাস, খনিজ সম্পদ রক্ষা কমিটির পীরগঞ্জ উপজেলা সভাপতি এ্যাডভোকেট কাজী লুমুম্বা লুমু ও কমরেড শাহাদাত হোসেন ডেপুটি কমান্ডার।

এর আগে বর্নাঢ্য একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন...