পিবিএ,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ৩ সাংবাদিকের উপর হামলার ক্যামেরা ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধ ও সমাবেশ করছে সাংবাদিকরা।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহীল বাকী বাবলুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলনের সঞ্চালনায় ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক সরওয়ার জাহান, শাহ মোঃ সাদা মিয়া, যুগ্ন সম্পাদক হাসান আলী প্রধান, রংপুর রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভির রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, পীরগাছা রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুর রহমান রাসেল, সাংবাদিক আব্দুল করিম সরকার, আকতারুজ্জামান রানা, কালের কন্ঠ’র শাহ্ রেজাউল করিম, অমিতাব বর্মন, কুমেদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সাংবাদিক আমিনুল ইসলাম, বড়আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম, রায়পুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রাশেদুল ইসলাম রিপন, রংপুর জেলা পরিষদের সাবেক সদস্য রিয়াজুল ইসলাম রনি, যুবলীগ নেতা ফিরোজ আলম, পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক সাগর প্রমুখ।
ওই মানববন্ধনে বিভিন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের ২ শতাধিক মানুষ অংশ নেয়।
প্রায় ২ ঘন্টাব্যাপি চলা ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ভেজাল গো-খাদ্য তৈরীর মূলহোতা জিয়াউর রহমান জিয়া মন্ডলকে দ্রুত গ্রেফতারের দাবি জানায়। জিয়ার গোডাউনের রক্ষিত মালামাল জব্দ করে আদালতে প্রেরণ, গোডাউন এবং ভেজাল গোখাদ্য তৈরীর কারখানা সিলগালারও দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায় থানা ঘেরাও, মহাসড়ক অবরোধ, অবস্থান কর্মসূচী, কলম বিরতি, থানা পুলিশের সংবাদ বর্জন, পুলিশ প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির খবর ধারাবাহিক প্রকাশসহ বিভিন্ন আন্দোলনের ঘোষণা দেয় সাংবাদিকরা।
এছাড়াও সরকারী দপ্তর জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ও বিএসটিআইসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের দৃশ্যমান পদক্ষেপের দাবিও করেন সাংবাদিকরা।
হামলার শিকার মাইটিভির রংপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, এশিয়ান টিভির পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলন ও বায়ান্নর আলোর সংবাদদাতা মিফতাহুল ইসলাম ওই দিনের লোমহর্ষক ঘটনার বিবরণ দেয়।