পিবিএ,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে সুস্থ্য ও পুষ্টিবান শিশু প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে
ওয়ার্ল্ড ভিশন পীরগঞ্জ এরিয়ার সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ডাঃ সামিউল ফেরদৌস (এমওডিসি), উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ শামছুল আলম মন্ডল (ইনচার্জ), ওয়ার্ল্ড ভিশন পীরগঞ্জ এরিয়ার প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শেফালি রানী প্রমুখ। ৩০ জন মা তাদের শিশু সন্তান নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সকলকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।