পিবিএ,পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে ছাত্র কর্তৃক এক শিক্ষকের বাড়ী থেকে মোটরসাইকেল ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় ছাত্র। ঘটনাটি ঘটেছে গত ২৮ শে আগষ্ট তারিখে উপজেলার ঝাড়আম বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বাড়ীতে। বাড়ীর বেলকোনির গ্রিলের তালা খুলে রাতে শিক্ষকের বাড়ীতে প্রবেশ করে তারই ছাত্র ভেন্ডাবাড়ী গ্রামের লাল মিয়ার পুত্র মনির হোসেন (২৭) ও তার সহযোগী হাজিপুর গ্রামের কাউছার মিয়ার পুত্র মোঃরিয়াদ (২০) এসময় একটি ১’শ সিসি বাজাজ ডিসকাভার লাল রং এর মোটরসাইকেল ও ৩ টি মোবাইল ফোন চুরি করে নিয়ে তারা।
জানাযায় চুরি করে নিয়ে যাওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন বিক্রি করে দেন কাউনিয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আকবর আলীর ছেলে মোঃমাহফুজার রহমান টুটুল (৩৫) এর কাছে। পরবর্তী সময়ে টুটুল এর নিকট থেকে মাহীগঞ্জ এলাকার হরগোবিন্দ গ্রামের মোঃ গোলাম মোস্তফা চোরাই মোবাইল ক্রয় করেন। এই চোরাই মোবাইলের সূত্র ধরে ০৫ সেপ্টেম্বর শনিবার পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্রের নির্দেশে ভেন্ডাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃশাহীনুর ইসলাম তালুকদার এর নেতৃত্বে আসামীদের গ্রেফতার ও রংপুরের মাহীগঞ্জ এলাকা থেকে চোরাই মটর সাইকেল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। এব্যাপরে পীরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
পিবিএ/শাহ্ মোঃ রেজাউল করিম/এসডি