পীরগ‌ঞ্জে ড. ওয়া‌জেদ মিয়া ক্রিকেট লী‌গের উ‌দ্বোধন

পিবিএ,পীরগঞ্জ (রংপুর): রংপু‌রের পীরগ‌ঞ্জের শা‌নেরহাটে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স্বামী প্রয়াত ডক্টর এম এ ওয়া‌জেদ মিয়ার না‌মে ক্রিকেট লী‌গের উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। (২২ ডিসেম্বর) বুধবার বি‌কে‌লে শা‌নেরহাট ডক্টর এম এ ওয়া‌জেদ মিয়া শিক্ষা ও সমাজ উন্নয়ন সংস্থার আ‌য়োজ‌নে শানেরহাট ইউনিয়ন প‌রিষদ সংলগ্ন মা‌ঠে ওই ক্রিকেট লী‌গের উ‌দ্বোধন করা হয়। প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে ক্রিকেট লী‌গের উ‌দ্বোধন ক‌রেন পীরগঞ্জ উপ‌জেলা আ’লী‌গের সা‌বেক তথ‌্য ও গ‌বেষণা সম্পাদক সরকা‌রি শাহ্ আব্দুর রউফ ক‌লে‌জের সহকা‌রি অধ‌্যাপক জা‌হিদুল ইসলাম রু‌বেল।

উ‌দ্বোধন শে‌ষে শা‌নেরহাট ইউ‌নিয়ন প‌রিষ‌দের নব নির্বা‌চিত চেয়ারম‌্যান জন‌নেতা মেছবাহুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। এ‌তে বক্তব‌্য রা‌খেন ইউ‌নিয়ন আ’লী‌গের সাধারণ সম্পাদক মিজান‌ুর রহমান মাস্টার, খন্দকার সাইফুর রহমান সুমন, সাংবা‌দিক রেজাউল ক‌রিম, মশ‌ফিকুর রহমান পল্টন।

পিবিএ/শাহ্ মোঃ রেজাউল ক‌রিম/জেডএইচ

আরও পড়ুন...