পিবিএ,পীরগঞ্জ (রংপুর): ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলেক্ষে পীরগঞ্জ উপজেলা আ’লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসের সুচনালগ্নে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসুচী শুরু হয়। এরপর স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা আ’লীগের সভাপতি/সম্পাদক ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামিম, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মোনয়েম সরকার মানু, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ জেড এম সেকেন্দার আলী মন্ডল প্রমুখ। উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এক যোগে শোক দিবসের কর্মসুচি পালন করা হয়।
শেষে উপস্থিত গরীব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।
পিবিএ/শাহ্ মোঃ রেজাউল করিম/এসডি