এবার পুঁজিবাজারে আসছে পাঁচ তারকা হোটেল

 

পিবিএ ডেস্ক: পুঁজিবাজারে আসছে পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপ। কক্সবাজারে অবস্থিত এই হোটেলটির সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে নতুন শেয়ার ইস্যু করবে। আর এর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।

hotel-tiulip-PBA

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭৬তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করা হয়।

জানা গেছে, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড অভিহিত মূল্য ১০ টাকা দরে দেড় কোটি শেয়ার ইস্যু করবে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত ১৫ কোটি টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ করবে। ইন্টেরিয়র ফিনিশিং অ্যান্ড ফার্নিচার, জমি ক্রয় এবং আইপিও খরচ বাবদ মূলত ব্যয় হবে এই টাকা।

গত তিন বছরের আর্থিত প্রতিবেদন অনুসারে ভারিত গড় শেয়ার প্রতি আয় (Weighted Average EPS) ৪১ পয়সা।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

পিবিএ/এফএস

আরও পড়ুন...