পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে বিবিএস ক্যাবলস

পিবিএ,ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজকের লেনদেনের তালিকায় শীর্ষে ছিল বিবিএস ক্যাবলস। কোম্পানিটির মোট ১২৫ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

কোম্পানিটির আজকের সর্বশেষ শেয়ারদর ছিল ১০৯ টাকা থেকে ১১৬ টাকা এবং সমাপনী দর ছিল ১১৪.৬ টাকা। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ছিল ৭০.১ টাকা থেকে ১৩৯.২ টাকা।

কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৮) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.০৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১.৫৭ টাকা। অর্থাৎ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে মুনাফায় প্রবৃদ্ধি এসেছে ৯৪.৯০ শতাংশ। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ৩৭ পয়সায়, যা ৩০ জুন, ২০১৮ পর্যন্ত ছিল ২৪ টাকা ৩১ পয়সা।

কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ২০১৭ সালে ৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৭ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...