পিবিএ,নাটোর: কৃষি জমিতে পুকুর খননে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা জারির পর নাটোরে পুকুর খননের অপরাধে এক ইউপি সদস্যকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৪ টি এ্যাস্কেভেটর বিকল করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১৭মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাসমিনা খাতুন। সকালে সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পুকুর খননের অভিযোগে ওই ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল বাতেন শিকদার (৪৫ ) এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট।
এদিকে শহরতলী চক আমহাটি এলাকায় মৌচাক মিষ্টান্ন ভান্ডারের আব্দুর রউফ ও সদরের মদনহাট পাবনা পাড়া এলাকার আরো একটি পুকুরে অভিযান টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত পুকুর খননে ব্যবহৃত এ্যাস্কেভেটর ৪ টি বিকল করে দেন ও ব্যটারি জব্দ করে।
পিবিএ/এমএইচবি/আরআই