পুকুর খননের কাজ বন্ধে হতাশায় কৃষক

পিবিএ,গুরুদাসপুর,নাটোর: শেষ সম্বল ছিলো কারো চার বিঘা কারো তিন বিঘা জমি। তাও আবার পরিত্যাক্ত হয়ে পরে থাকতো। সেখানে কোন ফসল ফলতো না। কেননা বর্ষা মৌসুমে সেই জমিতে পানি জমে থাকতো। আবার বৃষ্টি হলেও পানি জমতো। দীর্ঘদিন পরিত্যাক্ত থাকায় জমিতে কচুরিপানা,ঘাস জমেছিলো।

অনেক কষ্ট করে অন্যের জমিতে কাজ করে কিছু টাকা জমিয়েছিলো ৬ জন কৃষক। তারা হলেন গুরুদাসপুর উপজেলার আনন্দনগর গ্রামের ইউসুফ আলী, মশিন্দা মাঝপাড়ার এলাকার রানা,লতিফ,রফিক,আইয়ুব আলী। তাদের শেষ সম্বল কারো ৪ বিঘা কারো ৩ বিঘা জমি। এদের মধ্যে কৃষক ইউসুফের জমি অবস্থিত যোগেন্দ্রনগর মৌজার মধ্যে আর বাকি কৃষকের মশিন্দা মৌজার মধ্যে অবস্থিত। গত দেড় মাস আগে স্থানীয় এক্সোমিটার ব্যাবসায়ীদের বলে তাদের জমিগুলো খনন করা শুরু করে। কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় খননটাও দ্রুত করা সম্ভব হয়নি। জমির চার ভাগের তিন ভাগ কাজ যখন শেষ ঠিক তখনি হাইকোর্টের নিষেধাজ্ঞা আসে পুকুর খননের বিরুদ্ধে।

সেই দিন থেকেই বন্ধ হয়ে যায় পুকুর খনন। তারপর থেকেই ভেঙ্গে পরেছেন ওই কৃষক ও তাদের পরিবারের সদস্যরা। এখন তাদের কি হবে। শেষ সম্বল জমানো টাকা দিয়ে নিজের পরিত্যাক্ত জমিতে পুকুর খনন করে মাছ চাষ করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলো তাও ভেঙ্গে গেলো।

কৃষক ইউসুফ, রানা, লতিফ, রফিক, আইয়ুব আলী বলেন, আমরা অনেক দরিদ্র কৃষক। অন্যের জমিতে কাজ করে খাই। আমাদের এই জমিগুলোই ছিলো বেচে থাকার শেষ অবলম্বন। কিন্তু হাইকোর্টের নিষেধাজ্ঞার কারনে বন্ধ হয়ে গেলো আমাদের পুকুর খনন। সরকারের কাছে আবার দাবি আমাদের কয়েকদিন সময় দেওয়া হোক যেন আমরা বাকি অংশ টুকু খনন করতে পারি। তা না হলে আমরা আমাদের পরিবার নিয়ে চলতে পারবো না। তা না হলে নিশ্ব হয়ে যাবো। তারপরও সব গুলো জমি অনাবাদি। সেখানে কোন ফসল হয় না। তাই সকল কৃষক দ্রুত যেন তাদের পুকুর গুলো খনন করতে পারে তার জন্য সরকারের কাছে দাবি জানান।

সম্প্রতি নাটোরে ৫ টি উপজেলায় হাইকোর্ট থেকে কৃষি জমিতে পুকুর খনন নিষিদ্ধ হয়েছে। তার মধ্যে গুরুদাসপুর উপজেলাও রয়েছে। গত ১২-০৫-১৯ তারিখে হাইকোর্টের নিষেধাজ্ঞায় এই পাচটি উপজেলায় কৃষি জমিতে পুকুর খনন বন্ধ হয়ে যায়।

গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান পিবিএ’কে বলেন, কৃষি জমিতে পুকুর খননে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। পুকুরের খনন কাজ বাকি থাকলে কাজ শুরু করতে হলে আদালতের অনুমোতিতে তাকে আবার শুরু করতে হবে।
পিবিএ/এসএইচ/হ

আরও পড়ুন...