পিবিএ,ঢাকা: দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন ও প্রশাসনিক কার্যক্রম মঙ্গলবার (৮ অক্টোবর) বন্ধ থাকবে। পুঁজিবাজারের পাশাপাশি ব্যাংক ও বিমা সেক্টরের লেনদেন ও প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে বলে জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন পাটোয়ারী বলেন, প্রতি বছরের মত এবারও শারদীয় দূর্গাপুজা উপলক্ষে পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
তিনি বলেন, মঙ্গলবার(০৮অক্টোবর)দেশের পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না। তবে পরদিন বুধবার যথাসময়ে লেনদেন ও প্রশাসনিক কার্যক্রম চলবে।
পিবিএ/বাখ