পুজোয় ঢাক বাজালেন নুসরাত (ভিডিওসহ)

পুজোয় ঢাক বাজালেন নুসরাত (ভিডিওসহ)

পিবিএ বিনোদন ডেস্কঃ এ বছর পুজোটা বেশ ‘স্পেশাল’ নুসরাতের কাছে। বিয়ের পর প্রথম পুজো বলে কথা! তাই আনন্দে এতটুকু খামতি নেই। পুজোয় অঞ্জলি দেওয়া থেকে শুরু করে, ঢাক বাজানো— সবই চলছে পুরোদমে। সোশ্যাল সাইটে সে ছবি পোস্টও করছেন নুসরাত এবং নিখিল। সাবেকি পোশাকে সেজে অষ্টমীর দিন মা দুর্গাকে প্রথম বার একসঙ্গে অঞ্জলি দিয়েছিলেন ওই জুটি। নবমীতে বাজালেন ঢাকও।

নুসরাত পরেছিলেন হলুদ–লাল রঙা শাড়ি। স্ত্রীর সঙ্গে ম্যাচিং করে নিখিল পরেছিলেন বাদামি রঙের কুর্তা। দু’জনে মিলে পাল্লা দিয়ে বাজালেন ঢাক। মায়ের কাছে ভক্তদের জন্য কী চাইলেন নুসরাত ? অভিনেত্রী জানালেন, সবাই যাতে সুখে-শান্তিতে থাকে, সবার জীবন যাতে সমৃদ্ধিতে ভরে ওঠে— এইটুকুই চেয়ে নিয়েছেন তিনি মা দুর্গার কাছ থেকে।

শুধু নুসরাতই নন বিয়ের পর প্রথম পুজো নিয়ে উচ্ছ্বসিত নিখিলও । নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঢাক বাজানোর ছবিও শেয়ার করে তিনি লিখেছেন, “সুন্দরী বউয়ের সঙ্গে প্রথম বার ঢাক বাজালাম।” নিখিলের ওই পোস্টে ভক্তদের বিপুল সাড়া মিলেছে। সকলেই ওই নতুন জুটিকে জানিয়েছেন শারদীয়ার শুভেচ্ছা।

পিবিএ/এমআর

https://www.instagram.com/p/B3RRKF5HiS_/

আরও পড়ুন...