পুটখালী সীমান্তে ১৭ পিস স্বর্ণবারসহ আটক ১

benapole-pba
স্বর্ণবারসহ আটক সাহবুদ্দিন সরদার

পিবিএ,বেনাপোল: খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ০৫ ফেব্রুয়ারী ( মঙ্গলবার) বেলা ১১ টার সময় বেনাপোল পোর্টথানাধীন পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট এলাকা থেকে ১৭ পিস (২কেজি) স্বর্ণবারসহ একজন স্বর্ণ পাচারকারীকে আটক করছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট দিয়ে বিপুল পরিমান একটি স্বর্নের চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী সিমান্তের মসজিদ বাড়ি পোস্টে অভিযান চালিয়ে ১৭ পিস(২কেজি) স্বর্ণবারসহ সাহবুদ্দিন সরদার (৩০) নামে এক স্বর্ণ পাচারকারী আটক করা হয়। পরে তার মটর সাইকেল খুলে সেলফ মটরের ভিতর থেকে ১৭ পিচ স্বর্নের বার জব্দ করা হয়। আটক সাহবুদ্দিন বেনাপোল পোর্টথানাধীন পুটখালী উত্তরপাড়া গ্রামের মোবারক সরদারের ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার(পিবিজিএমএস) জানান, বেনাপোল পোর্টথানাধীন পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট এলাকা থেকে ১৭ পিস (২কেজি) স্বর্ণবারসহ সাহবুদ্দিন সরদার (৩০) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত সাহাবুদ্দিনকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে।

 

পিবিএ/এস এন ইউ/ইএইচকে

 

আরও পড়ুন...