পিবিএ ডেস্ক : বিশ্বের এক নম্বর স্পোর্টস ব্র্যান্ড পুমা’র ‘দূত’ করা হল বিশ্বের এক নম্বর মহিলা বক্সার ভারতের মেরি কমকে। সংস্থা সূত্রে খবর, দু-বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেরি কম। তাকে উওমেন’স পারফরম্যান্স ক্যাটেগরি ‘#DoYou’-এর দূত নিয়োগ করা হয়েছে।
অ্যাম্বাসেডর হওয়ার পর মেরি কম তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি যে তত্ত্বে এতদিন বিশ্বাস করে এসেছি, তারই যথার্থ প্রতিফলন রয়েছে পুমায়।’
পিবিএ/জিজি