পুরুষদের টেস্টে প্রথম নারী আম্পায়ার

পিবিএ ডেস্ক: প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের ওয়ানডে ম্যাচ পরিচালনা করে ক্রিকেট ইতিহাসের পাতায় আগেই নাম লিখিয়েছেন ক্লাইরি পোলোসাক। এবার টেস্ট ইতিহাসেও ঢুকে গেল এই অস্ট্রেলিয়ানের নাম। অস্ট্রেলিয়া-ভারতের সিডনি টেস্টে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করছেন তিনি।

পুরুষদের টেস্ট ইতিহাসে এবারই প্রথম আম্পায়ার হিসেবে কোনো নারী যুক্ত হলেন। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া সিডনির ‘পিংক টেস্টে’ ফিল্ড আম্পায়ার থাকছেন পল রাইফেল ও পল উইলসন। টিভি আম্পায়ারের দায়িত্বে ব্রুস অক্সেনফোল্ড, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন পোলোসাক।

গত বছরের এপ্রিলে পুরুষদের ওয়ানডে ইতিহাসে প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন পোলোসাক। ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ভিডিশন টু’র ফাইনালে মুখোমুখি হয়েছিল নামিবিয়া-ওমান। ম্যাচটিতে ফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন পোলোসাক।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...