বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস-২০২০

পুরুষ ম্যারাথনে সোনার পদক জিতলেন সেনাবাহিনীর ফরিদ

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস-২০২০ এর অ্যাথলেটিকসে পুরুষ ম্যারাথন প্রতিযোগিতায় সোনার পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফরিদ মিয়া।
শুক্রবার সকাল ৬টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ ম্যারাথনে ২ ঘন্টা ৪৬ মিনিট ৩৮ সেকেন্ডে তিনি সোনার পদক জেতেন।

রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফিরোজ খান। তিনি সময় নিয়েছেন ২ ঘন্টা ৪৬ মিনিট ৪০ সেকেন্ড।

ব্রোঞ্জ পদক জেতা সেনাবাহিনীর আরেক অ্যাথলেট কামরুল ইসলাম সময় নিয়েছেন ২ ঘন্টা ৫৭ মিনিট ৫০ সেকেন্ড।

অ্যাথলেটিকসের অন্যান্য ইভেন্টগুলো আজ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টা ৩০ মিনিটে ১৫০০ মিটার(পুরুষ)হিট/ফাইনাল, বিকেল ৩টা ৪৫ মিনিটে ১৫০০ মিটার (মহিলা)ফাইনাল বিকেল ৪টায় শটপুট(পুরুষ)ফাইনাল, বিকেল ৪টায় হাই জাম্প(মহিলা)ফাইনাল, বিকেল ৪টা ১৫ মিনিটে ১০০ মিটার স্প্রিন্ট(পুরুষ) হিট, বিকেল ৪টা ৩০ মিনিটে ১০০ মিটার স্প্রিন্ট(মহিলা) হিট, বিকেল ৪টা ৪৫ মিনিটে ৪১০০ মিটার রিলে(পুরুষ) হিট. বিকেল ৫টায় ৪১০০ মিটার রিলে(মহিলা) হিট, বিকেল ৫টা ১৫ মিনিটে হাইজাম্প(পুরুষ)ফাইনাল, বিকেল ৫টা ১৫ মিনিটে শটপুট(মহিলা)ফাইনাল, বিকেল ৫টা ৩০ মিনিটে ৫০০০ মিটার(পুরুষ)ফাইনাল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন...