পিবিএ’র সাথে একান্ত সাক্ষাতকারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা

পুরো বাংলাদেশই এখন নেতৃত্ব ও নেতা শূন্য: বিদিশা (ভিডিওসহ)

 

বিদিশা সিদিক্কি
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক

জিসাদ ইকবাল, পিবিএ, ঢাকা : পুরো বাংলাদেশই এখন নেতৃত্ব শূন্য, নেতা শূন্য হয়ে পড়েছে। জাতীয় পার্টিও তার একটা অংশ বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের বাসায় বার্তা সংস্থা পিবিএ’র (প্রেস বাংলা এজেন্সি) সঙ্গে একান্ত আলাপচারিতায় জাতীয় পার্টির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।

রাজনীতিতে সক্রিয়তার বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য দাবি করে বিদিশা বলেন, আমি এখন পার্টি প্রেসিডিয়াম আছি, আমাকে-তো বাদ দেয়া হয়নি। এটা স্থগিত রাখা হয়েছিল। ওই সময় এরশাদ সাহেব বিএনপির চাপে পড়ে তা করেছিলেন। এরপর আমাকে জেল জুলুম অত্যাচার নির্যাতন রিমান্ড সবই আমার সাথে হয়। এরপর স্থগিতের আদেশটি আর উইড্র করা হয়নি। আইনগতভাবে আমি এখন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আছি।

জাতীয় পার্টির নেতৃত্বে আসা নিয়ে তিনি বলেন, আমার নেতৃত্বকে তারা ভয় পায়। তারা সবাইকে নিয়ে রাজনীতি করতে চায় না, তারা মনে করে আমি রাজনীতিকে আসলে তাদের নেতৃত্বে আঘাত আসতে পারে। এই ভয়ে তারা আমাকে এভয়েট করে।

রাজনীতিতে ফিরে আসার পরিকল্পনার নিয়ে বিদিশা বলেন, অবশ্যই পরিকল্পনা আছে। কারণ জাতীয় পার্টিকে আমি মনে প্রানে লালন করি। দেশ ও রাষ্ট্র নিয়ে আমার ভাবনা আছে। জাতীয় পার্টির তৃনমূলের মানুষজন ও রংপুরের সবার সাথে আমার আত্মার সর্ম্পেক রয়েছে, তাদের সাথে সর্বক্ষন আমার যোগাযোগ আছে। জাতীয় পার্টির সাথে মা-সন্তানের মত সম্পর্ক আমার । এটা থাকবেই।

অপর এক প্রশ্নের জবাবে বিদিশা বলেন, পুরো বাংলাদেশই এখন নেতৃত্ব শূন্য, নেতা শূন্য হয়ে পড়েছে। জাতীয় পার্টিও তার একটা অংশ।

https://www.facebook.com/sangbadik.net/videos/2735647793154801/

বিদিশা আরোও বলেন, এরশাদ সাহেবকে জোর করে ঘুম থেকে উঠিয়ে চেয়ারম্যান ডিক্লার দেয়া হলো। প্রেসিডিয়ামদের সাথে আলাপ করে করলে ভালো হতো। আবার এরশাদ সাহেবের লাশ কবরে নামানোর সময় মহাসচিব ওনার ভাইকে (জি এম কাদের) চেয়ারম্যান ঘোষণা দিলেন। এটাতো ওই সময় না। মানুষের ইমোশন বুঝতে হবে।

তিনি বলেন, আমি মনে করি কৌশলগত কারণে উনার ভাই(জি এম কাদের) রাজনীতিতে পিছিয়ে আছে। সামনে কাউন্সিল, তৃনমূলে কাকে চান এটা দেখা বিষয় আছে।

কাউন্সিল নিয়ে বিদিশা সিদ্দিক বলেন, জি এম কাদের কাউন্সিল ডেকেছেন আবার উনিই বার বার ডেট চেঞ্জ করছেন।

জাতীয় পার্টির নেতৃত্বের কথা নড়চড়ের বিষয়ে তিনি বলেন, এটা পরিস্থিতির শিকার। উনিও পরিস্থিতির শিকার। এটা এরশাদ সাহেবেরও ছিল। যে কারণে তার বদনাম হয়ে গিয়েছিল যে উনি কথা দিয়ে কথা রাখতে পারেন না। ওই ধারাটি এখনও চলছে।

বিদিশা আরোও বলেন, একই সিচিুয়েশন দিয়ে তার ভাই(জি এম কাদের) যাচ্ছেন। ভবিষতে কৌশলগত কারণে আরো ডেট চেঞ্জ হতে পারে। এটাই যে ফাইনাল ডেট তা আমার মনে হয় না।

পিবিএ/ জেডআই

আরও পড়ুন...