পিবিএ ডেস্ক : ভারতের কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় কোনওভাবেই পাকিস্তানের মদদ নেই বলে দাবি করল সে দেশের শীর্ষ নিরাপত্তা সংক্রান্ত কমিটি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)-র তরফে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলওয়ামা মদদ অস্বীকার করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর দাবি, পুলওয়ামায় জইশ-ই-মোহাম্মদের আত্মঘাতী জঙ্গি হামলা চালালেও, গোটা ঘটনায় সক্রিয় সমর্থন রয়েছে পাকগুপ্তচর সংস্থা আইএসআই ও পাকসেনার।
এনএসসি ’র চেয়ারম্যান তথা পাক প্রধানমন্ত্রী ইমরান খান পুলওয়ামার দায় নিতে অস্বীকার করার পাশাপাশি পাকসেনাকে সতর্কও করে দেন। তিনি বলেন, ভারত কোনও রকম আগ্রাসন দেখানোর চেষ্টা করলে, সমুচিত জবাব দিতে হবে। এনএসসি’র বৈঠকে পুলওয়ামা পরবর্তী পাকিস্তানের নিরপাত্তা ব্যবস্থাও পর্যালোচনা করা হয়।
পিবিএ/জিজি