পুলিশকে সুরক্ষা সামগ্রী দিলো গ্লোব গ্রুপ

পিবিএ,নোয়াখালী: মহামারী করোনা মোকাবেলায় সম্মুখ যুদ্ধে অংশ গ্রহনকারী নোয়াখালী পুলিশকে সুরক্ষা সামগ্রী দিলো দেশের শীর্ষ স্থানীয় শিল্প পরিবার গ্লোব গ্রুপ। বুধবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে সুপার আলমগীর হোসেনের কাছে গ্লোব গ্রুপের পরিচালক ও নোয়াখালী-৩(বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ এমপির পক্ষে পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় ঔষধ এবং সুরক্ষা সামগ্রীর উপহার পৌঁছে দেন চৌমুহনী পৌর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ ও প্রশাসনিক কর্মকর্তা মহিন উদ্দিন।

এ সময় পুলিশ সুপার আলমগীর হোসেন দূর্যোগ মূহুর্তে পুলিশের পাশে দাঁড়ানোয় মানুনুর রশিদ কিরণ এমপিকে ধন্যবাদ জানান।

এক প্রতিক্রিয়ায় মামুনুর রশিদ কিরণ এমপি বলেন, করোনা মহামারিতে আমাদের পুলিশ সদস্যরা প্রথম শারির সৈনিক। এই সময়ে তাদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। যে কোন প্রয়োজনে গ্লোব পরিবার পুলিশের পাশে থাকবেও জানান কিরণ এমপি। #
পিবিএ/ইয়াকুব নবী ইমন/এএম

আরও পড়ুন...