পিবিএ,মেহেরপুর: চাঁদা চাওয়ার অভিযোগে মেহেরপুরের গাংনীতে ৫জন পুলিশসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুস্তাফিজুর রহমান।
রোববার মেহেরপুর আদালতে মামলাটি দায়ের করেন গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামের মৃত আপেল উদ্দীনের ছেলে আব্দুল হান্নান। মামলাটি কুষ্টিয়া পিবিআই-কে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
মামলার বাদি ও আদালত সূত্র জানায়,গত ২০/১১/১৮ ইং তারিখে ১০ লক্ষ টাকা চাঁদা চাওয়ার অপরাধে তৎকালীন বামন্দী পুলিশ ক্যাম্পের এসআই মকবুল হোসেন,গাংনী থানার এসআই মুস্তাক,এসআই এনামুল,কনষ্টেবল পান্না শিকদার ও কনষ্টেবল গোপাল চন্দ্রসহ স্থানীয় ১২ জনের বিরুদ্ধে মেহেরপুর আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। মামলা নং- সিআর ২০৭/১৯। ধারা,৩৮৫,৮৬,৮৭, ৩৪,১৬১, ৫০৬, ১১৪। মেহেরপুর আদালতের বিচারক শাহিন রেজা মামলাটি আমলে নিয়ে পিবিআই কুষ্টিয়াকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য,গত ২০/১১/১৮ ইং তারিখ মঙ্গলবার ভোর রাতে করমদি খুশির বিল কবর স্থানের পাশ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শার্টারগান ও চার কেজি গাঁজাসহ আব্দুল হান্নানকে আটক করে পুলিশ। সেই সময় ঘটনাটি সাজানো বলে দাবি করে আব্দুল হান্নান গত রোববার ৫জন পুলিশসহ ১২জনের নামে মেহেরপুর আদালতে মামলা করেন।
পিবিএ/জিএসএস/হক