অবসরে গেলেন পুলিশের চার কর্মকর্তা। এদের মধ্যে:- একজন অতিরিক্ত আইজিপি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক), একজন উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এবং দুজন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গতকাল (৬ জানুয়ারি) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) মো. আলমগীর আলমের চাকরির বয়স ৫৯ বছর পূর্ণ হয়েছে। এ কারণে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। পৃথক অন্য প্রজ্ঞাপনে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমানের চাকরির মেয়াদ গত ৩০ ডিসেম্বর পূর্ণ হওয়ায় তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে চট্টগ্রাম আরআরএফ-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মতিন উল্লাহ ও ঢাকা মেট্রাপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) দেলোয়ার হোসেন খানের চাকরি মেয়াদ শেষ হয়েছে। তাই এই দুই কর্মকর্তাকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অবসরে যাওয়া চার পুলিশ কর্মকর্তা বিধি অনুযায়ী সব ধরণের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।