পুলিশের অভিযানে আটক ৪

পিবিএ,নারায়ণগঞ্জ:পুলিশের অভিযানে বুধবার (১৫মে) নারায়ণগঞ্জে ৪ ডাকাতকে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা। নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার একটি চৌকশ টিম ইন্সপেক্টর মোঃ গিয়াস উদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

পুলিশের অভিযানে আটক ৪
পুলিশের অভিযানে আটক ৪

গাজীপুরের টঙ্গীর বৌ-বাজার ও টঙ্গী রেললাইন বস্তি এলাকা হতে ৪ জন ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। ডাকাতরা প্রাথমিকভাবে ডাকাতির কথা স্বীকার করে। পরে বুধবার (১৫ মে) তাদের নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জ বাসী যেন নির্বিঘ্নে ও শান্তিতে চলাফেরা করতে পারে এবং নারায়ণগঞ্জ শহরকে আরো নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার লক্ষে নিয়মিত অভিযানের অংশ হিসেব ডিবি পুলিশ সহ জেলা পুলিশের অন্যান্য সকল থানা কর্তৃক অভিযান পরিচালিত হচ্ছে।

এছাড়াও যানজট নিরসনের লক্ষ্যে সড়ক ও মহাসড়কে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার জন্য নারায়ণগঞ্জ কর্তৃক বিশেষ প্রেগ্রাম করা হয়েছে। সমস্ত নারায়ণগঞ্জ জেলার সকল সড়ক ও মহাসড়ক গুলোকে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরকে আবার ২ টি করে ভাগ করা হয়েছে। উক্ত প্রোগ্রামে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ সম্বন্বয় করে কাজ করছে।

পিবিএ/পিএম/আরআই

আরও পড়ুন...