পুলিশের উপকমিশনার আনিসুর ও তার স্ত্রী সন্তানের ব্যাংক হিসাব তলব

পিবিএ,ঢাকা: পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ফাতেমা তুজ্জহুরা এবং তাদের ছেলে-মেয়ের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (এফআইইউ) থেকে ব্যাংকগুলোকে এই সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।চিঠিতে আগামী সপ্তাহের মধ্যে তাদের ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য, বিবরণী, হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিত তথ্য পাঠাতে বলা হয়েছে। আনিসুরের স্ত্রী ফাতেমা তুজ্জহুরা দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে শেরপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছিলেন।

চিঠিতে আনিসুর রহমানের ছেলের নাম নাফিস তাহিয়াত ও মেয়ের নাম আনিসা ফাতেমা বলে উল্লেখ করা হয়েছে। এক বছর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ছিলেন আনিসুর রহমান। এর আগে যশোরের পুলিশ সুপার ছিলেন তিনি।বিএফআইইউয়ের চিঠিতে আনিসুর রহমানের স্থায়ী ঠিকানা বলা হয়েছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রাম।

এর আগে বৃহস্পতিবার যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। তিন কার্যদিবসের মধ্যে তার নামে থাকা সব হিসাবের লেনদেন তথ্য, বিবরণীসহ সব পাঠাতে বলা হয়েছে। এছাড়া ঢাকার বিভিন্ন ক্লাবে অবৈধ ক্যাসিনো বন্ধে র‌্যাবের অভিযানে ঠিকাদার জিকে শামীম ও যুবলীগের নেতা খালিদসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ক্যাসিনোর সাথে সম্পৃক্ত থাকায় কয়েকজন যুবলীগ নেতা ও ব্যবসায়ীর ব্যাংক হিসাবও তলব করে বাংলাদেশ ব্যাংক। এছাড়া কয়েকজনের ব্যাংক হিসাব জব্দও করা হয়েছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...