পিবিএ ডেস্ক: মাতাল অবস্থা বেপরোয়া ভাবে বাইক চালানোর অপরাধে এক যুগলকে পাকড়াও করে আটক করে পুলিশ ৷ আটক করে যুগলকে গাড়িতে তোলার পর, ব্যক্তিগত কাজে গাড়ির বাইরে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছিলেন তাঁরা৷ কিছুক্ষণ পর গাড়ির পিছনের দরজা খুলতেই, যে দৃশ্যের সাক্ষী থাকলেন পুলিশ , তা জীবনে কল্পনাও করতে পারেননি তারা ৷ , গাড়ির পিছনের সিটে মদ্যপ অবস্থায় অবাধ যৌনতায় মজেছে ওই যুগল৷ ফাঁকা গাড়ি হয়ে উঠেছে তাদের যৌনতার লীলাক্ষেত্র৷
জানা যায়, সম্প্রতি এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডার নাসাউ কান্ট্রি প্রদেশের সাউথ ফ্লেটসের এলাকায়৷ পুলিশ জানায়, গভীর রাতে ৩১ বছরের অ্যারন থমাস ও ৩৫ বছরের মেগান মনদারনোকে আটক করেন তাঁরা৷ মাতাল অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তাঁদের আটক করা হয়৷
তাদের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, হাঁটার ক্ষমতা ছিল ওদের৷ তাই তাদের গাড়িতে তোলা হয়৷ এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘ওদের গাড়িতে তোলার পর, আমরা ব্যক্তিগত কারণে বাইরে অপেক্ষা করছিলাম৷ কিছুক্ষণ পর একটা অদ্ভুত আওয়াজ পেয়ে পিছনের দরজা খুলি আমরা৷ এবং দেখি, গাড়ির ভিতরেই অবাধ যৌনতায় মজেছে থমাস ও মনদারনো৷ নগ্ন অবস্থায় ছিল থমাস ও মনদারনোর প্যান্ট অর্ধেক নামান ছিল৷’’
পুলিশ আরো জানায়, সঙ্গমরত অবস্থায় ধরা পড়ার সঙ্গে সঙ্গে নগ্ন অবস্থায় পালানোর চেষ্টা করে থমাস৷ কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়৷ অবশেষে যুগলকে গ্রেপ্তার করেন পুলিশ ৷ এর আগেও আইন ভাঙার অপরাধে পুলিশের জালে ধরা পড়েছে এই যুগল৷ জেলও খেটেছিল তারা৷
পিবিএ/কিউ