পিবিএ,বিনোদন: করোনাভাইরাসের কারণে মন্থরগতিতে চলছে সব কাজ। আর এর ছায়া পরেছে দেশের সঙ্গীতাঙ্গনেও। তবে এ সময়ের মধ্যেও বিরতিহীনভাবে গান করে যাচ্ছেন হৃদয় খান। নতুন গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর করা ও সঙ্গীত পরিচালনার কাজও করে যাচ্ছেন তিনি। সম্প্রতি ‘বাংলাদেশ পুলিশ’ শিরোনামের একটি গান করেছেন হৃদয় খান।
সুর ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি এতে কণ্ঠও দিয়েছেন হৃদয় খান নিজেই। গানটি লিখেছেন কবির বকুল। বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য কিছু বিষয় গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
শিগগিরই এ গানটির ভিডিও তৈরি করা হবে। ভিডিও পরিচালনা করবেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা এসএ হক অলিক।
এ প্রসঙ্গে হৃদয় খান বলেন, বাংলাদেশ পুলিশকে নিয়ে নতুন একটি গান তৈরির কাজের কিছু দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছিল। আমি চেষ্টা করেছি একটি শ্রুতিমধুর গান তৈরি করার। সবার ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে।
এদিকে আগামী ঈদে ‘অচেনা’ শিরোনামে তার গাওয়া একটি একক গান প্রকাশ হবে নিজস্ব ইউটিউব চ্যানেলে। এ ছাড়া ‘ট্র্যাপড’ নামের একটি শর্টফিল্ম পরিচালনা করেছেন হৃদয় খান।
পিবিএ/এসডি