পিবিএ ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে রাজরানী নামে ৮৮ বছর বয়সীে এক বৃদ্ধা কয়েক দশক ধরে করছে মাদক ব্যাবসা। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন রাজরানী।
জানা গেছে, রাজরানীর স্বামী ছিলেন মাদক বিক্রেতা। ১৯৯০ সালে স্বামী মারা যাওয়ার পর রাজরানী ব্যবসা শুরু করেন। বুধবার তিনি দশমবারের মতো পুলিশের হাতে ধরা পড়লেন। দিল্লির ইন্দ্রপুরী এলাকায় ১৬ গ্রাম হেরোইনসহ নিজের বাড়িতে ধরা পড়ে রাজরানী। তার দলের একাধিক লোকও ধরা পড়েছে। পাঞ্জাব ও উত্তরপ্রদেশের মাদক কারবারীদের সাথে যোগাযোগ ছিল তার। সেখান থেকেই মাদক আসত তার কাছে। পুলিশ জানিয়েছে, তার দুই সহকারী ছিল যারা তাকে চলাফেরা ও মাদক লেনদেনে সহায়তা করত। তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
রাজরানীর জীবনের একটি অন্য দিকও আছে। খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল রাজরানীর। সাত সন্তান ছিল তার। মাদক সেবন ও দুর্ঘটনায় তার ছয় সন্তান মারা যায়। স্বামী ছিল মাদক বিক্রেতা। স্বামীর মৃত্যুর পর মাদক ব্যবসায় চলে আসে রাজরানী।
পিবেএ/ইকে