রফিকুল ইসলাম,পিবিএ,ফরিদপুর: গত ১১ জুলাই অনুষ্ঠিত ভাঙ্গা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির জুলাই মাসের সভায় থানা পুলিশের পক্ষে ওসি (তদন্ত) নিখিল অধিকারী মাদক ইস্যুতে “পুলিশ জিরো ট্রলারেন্স” ঘোষনা দেবার পরের দিন শুক্রবার রাত ১১ টায় স্থানীয় জনতা মাদকসহ এক ব্যবসায়িকে আটক করে থানায় সোপর্দ করেছে।
জানা যায়, আটক মাদক ব্যবসায়ির নাম মো: সুমন (৩৩)। সে মাদারীপুর জেলার শিবচর উপজেলার শোলাপুর গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার পুত্র। ঘটনার রাতে সে উপজেলার কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে মাদক বিক্রি করতে এসে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ স্থানীয় জনতার হাতে আটক হয়। এ ঘটনায় কালামৃধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: নুরুল হক, হায়দার মেম্বার এবং রেজাউল মল্লিক পিবিএ’কে জানান, কয়েকদিন আগে সকলের সহযোগিতায় ফরিদপুর পুলিশ ও র্যাব কর্মকর্তাদের উপস্থিতিতে শিমুল বাজারে একটি মাদক বিরোধী জনসভা করা হয়েছিল। ঐদিন মাদক ইস্যুতে এলাকাবাসি নিজেদেরকে জিরো ট্রলারেন্স ঘোষনা করে। এরই ধারাবাহিকায় সুমন আমাদের এলাকায় মাদক বিক্রি করতে এলে মাদকসহ তাকে আটক করে পুলিশে সোপর্দ করি।
এদিকে ভাঙ্গা থানা পুলিশের দাবি, আমরা ঐ এলাকায় রাতের নিয়মিত টহল ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া গ্রামের জনৈক আইয়ুব আলী ফকিরের বাড়ির পাশে ব্রীজের উপর থেকে মাদকসহ সুমনকে আটক করি। এ ব্যাপারে সুমনের বিরুদ্ধে পুলিশ মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।
পিবিএ/এমএসএম