পুলিশের লুট হওয়া ১২৩৪ অস্ত্র উদ্ধার

সারাদেশে গত ৫ আগস্টের সহিংসতায় লুণ্ঠিত এক হাজার ২৩৪টি অস্ত্র ও ২০ হাজার ৭৭৮টি গুলিসহ ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ধরনের এক হাজার ২৩৪টি অস্ত্র, ২০ হাজার ৭৭৮টি গুলি, এক হাজার ৪৮২টি টিয়ার গ্যাস সেল এবং ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের দাবিতে শিক্ষার্থীদের ৩৬ দিনব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত সাবেক পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। ছাত্রদের এই কোটাবিরোধী আন্দোলন এক সময় গণঅভ্যুত্থানে রূপ নেয়। যার ফলে গত ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী পদত্যাগ করে বিদেশে পালিয়ে যান শেখ হাসিনা।

ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিলেন তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ এবং লুটপাট করে। লুটপাটের একপর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন...