পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

পিবিএ,রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় মাদক ব্যবসায়ী জিয়ারুল ইসলাম কালু (৩৯) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার কেশবপুর গ্রামের হামিদুলের আম বাগানে কতিপয় মাদক ব্যবসায়ীদের মধ্যে আধিপত্য বিস্তাারকে কেন্দ্র করে গোলাগুলি চলছে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, রাজশাহী জনাব তপন দেব,সহকারি সিনিয়র পুলিশ সুপার চারঘাট সার্কেল জনাব নূর-ই-আলম, বাঘা থানা অফিসার ইনচার্জ অফিসার মহসীন আলীসহ সংগীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।

বন্দুকযুদ্ধে
ফাইল ফটো

পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হলে, মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও এলোপাতারি গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি করলে মাদক ব্যবসায়ী জিয়ারুল ইসলাম কালু (৩৯) গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে বাঘা থানা স্বাস্থ্য কমপ্রেক্স ভর্তি করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

পুলিশ সেখান থেকে একটি অটোমেটিক পিস্তল, দুই রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, ৫৩ বোতল ফেনসিডিল ও শটগানের গুলির সাতটি খোসা উদ্ধার করেন।

পিবিএ/ওআইআর/আরআই

আরও পড়ুন...