‘পুলিশ-কোর্ট ঠিকমতো কাজ করলে মবের প্রকোপ কমবে’

যখন পুলিশ, কোর্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ কমে যাবে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, ‘এর ফলে তখন দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে।’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে রাজধানীর রাজারবাগে দেশের চলমান পরিস্থিতিতে আইন প্রয়োগ বিষয়ে এক কর্মশালায় মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আমরা খুব চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি। পুলিশ বাহিনী অনেক কষ্ট করে একটা হত্যা মামলার আসামিকে ধরে আনে, হত্যা মামলার আসামি, জুলাই গণহত্যা মামলার আসামি, সেখানে আপনাদের অবশ্যই জামিন দেয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এ আসামিরা বেরিয়ে এই বিচার প্রক্রিয়াটাকে কতটা বাধাগ্রস্ত করতে পারে। এটা আইনের কথা। আমার বানানো কথা না।’

আসিফ নজরুল বলেন, ‘একটা কমন অভিযোগ থাকে পুলিশের, এটা আমি অনেক আগে থেকে শুনে আসছি যে, আমরা আসামি ধরে এন দিই, জাজরা ছেড়ে দেয়। এটা অনেক পুরনো কমপ্লেইন। আমি এটা বোধহয় ২০-৩০ বছর যাবত শুনছি।’

পুলিশের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘এখনকার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, পুলিশ ভাই যারা আছেন, আপনারা এফআইআরটা একটু ডিটেইল করে লিখবেন। অনেকসময় এজহারে অনেক তথ্য থাকে না। কিন্তু আপনি এফআইআর লেখার সময়, এটা তো আপনার হাতে, আপনার তো সেই দক্ষতাটা আছে, আসামির পরিচয় যতটা জানানো যায়, জানানোর চেষ্টা করেন।’

আরও পড়ুন...