পিবিএ,ঢাকা: পুলিশের ভুয়া পরিচয় দিয়ে অভিনব কৌশলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী শহিদুল ইসলাম নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ।
শনিবার (৮ জুলাই) বিকেলে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি বলেন, বিল্লাল নামে এক ব্যক্তি মহাখালী এলাকায় পুরাতন মালামাল ক্রয়-বিক্রয় করে থাকেন।
প্রতারক শহিদুল নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বিল্লালের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে পল্টন মডেল থানার কিছু পুরাতন মালামাল বিক্রির কথা বলেন। এরপর বিল্লাল পুরাতন মালামাল ক্রয় করার জন্য পল্টন থানার সামনে যান।
এ সময় প্রতারক শহিদুল তার কাছ থেকে কয়েকটি আইপিএস ব্যাটারি, বিপুল পরিমাণ লোহা ও কয়েকটি খালি ড্রাম বিক্রির মিথ্যা আশ্বাস দেন। এসব পণ্য ক্রয় বাবদ বিল্লাল প্রতারক শহিদুলকে ১ লাখ ৯ হাজার টাকা দেন। কিন্তু এসব মালামাল না দিয়েই একটা কাজের বাহানা দিয়ে প্রতারক শহিদুল সেখান থেকে চলে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। প্রতারক শহিদুলের মোবাইল নম্বরে ফোন করলে বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় বিল্লাল বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।
তিনি আরও বলেন, মামলা তদন্তকালে সিসিটিভি পর্যালোচনা ও আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশের ভুয়া পরিচয় দেওয়া প্রতারক শহিদুলকে শনাক্ত করে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পুলিশ পরিচয়ে প্রতারণার একাধিক মামলা আছে।
শহিদুলকে পল্টন মডেল থানার দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।