পিবিএ,ঢাকা: একদল সন্ত্রাসী পুলিশের পরিচয় ব্যবহার করে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছে। গত ( ২৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২’র একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানার হুমায়ুন রোড এলাকা হতে একজন পুলিশের ট্রাকস্যুট, রিফ্লেস্টিং ভেস্ট পরিহিত অবস্থায় ভুয়া পুলিশ পরিচয়ের আড়ালে এলাকায় চাঁদাবাজির সময় মোঃ সোহান শিকদার (২৪)-কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী চাঁদাবাজির সাথে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে।
আটককৃত আসামির কাছ থেকে ১) ১ টি ট্রাকস্যুট (পুলিশ লেখা), ২) ১ টি মটর সাইকেল, ৩) ১ টি সোল্ডার লাইট, ৪) ১ টি টর্স লাইট এবং ৫) ১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে বাংলাদেশ পুলিশের একজন সদস্য বলে পরিচয় দেয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের পোষাক ব্যবহার করে ভুয়া পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রতারণা ও চাঁদা আদায় করাই ছিল তার মূল কাজ।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আশার জন্য অভিযান অব্যাহত রাখবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।