পুলিশ রাষ্ট্রের সেবক হয়ে কাজ করে শত্রু হয়ে নয়: চাঁদপুরে আইজিপি

igp pbaপিবিএ,চাঁদপুর: ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) বলেছেন,পুলিশ রাষ্ট্রের সেবক হয়ে কাজ করছে শত্রু হয়ে নয়।যারা জঙ্গীবাদ,মাদক,ইভটেজিং সহ রাস্ট্রদ্রোহী অপরাধমূলক কাজ করে।তারাই রাষ্ট্রের সেবক পুলিশ বাহিনীকে শত্রু ভাবে।
গতকাল ৭ ই মার্চ বৃহস্পতিবার বিকালে চাঁদপুরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুলিশ লাইন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন,পুলিশকে এখন থেকে জনসস্পৃক্ততা মূলক কাজে বেশি বেশি অংশ নিতে হবে।যাতে মানুষ পুলিশের উপর শতভাগ আস্থা রাখতে পারে।
তিনি বলেন,দেশের স্বার্থে এই দেশে পুলিশ নিজেকে বার বার বিলিয়ে দেওয়ার প্রমাণ দিচ্ছে।তাই যে কোন প্রয়োজনে মানুষকেও পুলিশকে সাহায্য সহযোগিতা করতে হবে।সবাইকে মনে রাখতে হবে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থান অবলম্বন করছে।

চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) হাবিবা জাবেদ,বাংলাদেশ পুলিশ ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ খন্দকার গোলাম ফারুক,বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) চট্টগ্রাম রেঞ্জের সভানেত্রী শারমিন আক্তার খান প্রমুখ।
সহকারী পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন সূচনার উপস্থাপনায় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান,জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমানসহ চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী,জেলা প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক মহল,সাংবাদিকবৃন্দ।
পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানে অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
সন্ধ্যায় নৈশ ভোজ শেষে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রো কিশোর সহ বিভিন্ন তারকা শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।এর আগে পতাকা উত্তোলন শেষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।

পিবিএ/এএইচ/হক

আরও পড়ুন...