পিবিএ ডেস্ক : ভারতের বেনোজির সংঘাতে জড়িয়েছে কলকাতা পুলিশ এবং সিবিআই। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গিয়ে আটক হলেন সিবিআইয়ের কর্মকর্তারা। সিবিআই যুগ্ম-প্রধান পঙ্কজ শ্রীবাস্তব সংবাদ সংস্থা পিটিআইকে জানান, তারা রাজীব কুমার কে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন। সন্তোষজনক উত্তর না দিলে বা তদন্তে সাহায্য না করলে তাকে গ্রেফতার করা হতো বলেও তিনি জানান। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে কলকাতার কমিশনারকে সিবিআই জেরা করতেই পারে না।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) প্রবীণ ত্রিপাঠী জানান, সিবিআইয়ের কর্মকর্তারা কোন নথি পত্র দেখাতে পারেননি বলেই গ্রেফতার করা হয়েছিল। শুধু তাই নয়, তার দাবি ওই কর্মকর্তারা বলেছিলেন, তারা কোনও গুপ্ত কাজ করতে এসেছেন। আর সেই কাজ কী তাও বলতে পারেননি বলেই তাদের আটক করা হয়েছিল। আটক হওয়া কর্মকর্তারাদের কার্যত গায়ের জোরে তাদের শেক্সপিয়ার সরণি থানায় নিয়ে যায় পুলিশ। কিছুক্ষণ পরেই কলকাতার পুলিশ কমিশনারের বাড়ীতে যান মুখ্যমন্ত্রী।
সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি জানান, ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থান বিক্ষোভ করবে তৃণমূল। কমিশনারের বাড়ি থেকে বেরিয়ে সোজা সেখানে যান মমতা। পরে নিজের বাড়ী থেকে বেরিয়ে শেক্সপিয়ার সরণি থানা হয়ে মেট্রো চ্যানেলে পৌঁছন রাজিব-ও। এইদিকে সূত্রের খবর আজ সোমবার সকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে সিবিআই। সর্বোচ্চ আদালতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলবেন যে, তাদের তদন্তে বাধা দিচ্ছে রাজ্য প্রশাসন। সবমিলিয়ে লোকসভা নির্বাচনের আগে নতুন করে উত্তেজনা ছড়ালো কলকাতায়।
একটা সময় সিবিআইয়ের দু’টি দপ্তর সিজিও কম্প্লেক্স এবং নিজাম প্যালেসে এ প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করে পরে তা তুলে নেওয়া হয়েছে। এখন দু’টি জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
পিবিএ/জিজি