পুলিশ সুপারসহ ২২জনের করোনা শনাক্ত

পিবিএ,নড়াইল: নড়াইলে গত ২৪ ঘন্টায় কালিয়া উপজেলার বড়দিয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরিফুর ইসলাম চৌধুরী অরুন (৫৭) নামের একজন স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে এবং নতুন করে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএমসহ ২২জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি বড়দিয়া শেখ ফজিলাতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক। এছাড়া তার স্ত্রী একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা চৌধুরীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
জানাগেছে, শিক্ষক আরিফুর ইসলাম ৪/৫ দিন আগে অসুস্থ্য হলে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। নমূনা পরীক্ষা করা হলে শুক্রবার রাতে রিপোর্ট পজিটিভ আসে এবং চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৮টার দিকে তিনি মারা যান।
এদিকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনসহ সদর উপজেলায় ১৬জন এবং লোহাগড়া উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত জেলার পুলিশ সুপারসহ ২২জন পুলিশ সদস্য ও ১২জন চিকিৎসকসহ সর্বমোট ৫০৮জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০চিকিৎসকসহ ২১২জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৯জন মারা গেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ১৬জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।

পিবিএ/শরিফুল ইসলাম/এসডি

আরও পড়ুন...