পুলিশ স্টাফ কলেজের নতুন রেক্টর তারিক, ৮ এসপি নতুন দায়িত্বে

পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) আবু হাসান মুহম্মদ তারিক। সোমবার(৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

তাদের মধ্য- অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ স্টাফ কলেজের রেক্টর, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুর, পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোর, টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রাম এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মিজানুর রহমানকে টাঙ্গাইলের পুলিশ সুপার করা হয়েছে।

এছাড়া দিনাজপুরের এসপি হিসেবে পদায়ন কৃত জাকির হোসেনের বদলি আদেশ বাতিল, চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে আবু সায়েম প্রধানের আদেশ বাতিল এবং ডিএমপির ডিসি মোহাম্মদ মাহবুব হাসানকে সিআইডিতে পদায়ন করা হলো।

আরও পড়ুন...