পিবিএ, খুলনা: খুলনার তেরখাদা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে নাঈম শেখ (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন তার বাবা হিরু শেখ (৫৫)। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে নাইমের বাবা হিরু ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এ সময় তাকে কয়েকজন যুবক ঘুম থেকে ডেকে উঠিয়ে আকষ্মিক হামলা চালায়। পরে নাঈম বাবাকে বাঁচাতে আসলে তাকে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে ওই দুর্বৃত্তরা এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই নাঈম মারা যায়। গুরুতর আহত হিরু শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। প্রতিবেশিরাই এ হত্যাকান্ডের সাথে জড়িত।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেকুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশিরা নাঈমকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত নাঈমের মরদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
পিবিএ/ শেখ হারুন অর রশিদ/জেডআই