আবীর আকাশ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পূর্বশত্রুতার জের ধরে স্বামী ও স্ত্রী দুই জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার ঘটনাটি ঘটেছে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানা ১৩ নং দিঘলি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছোটনের দোকানের সামনে।
ঘটনার বিস্তারিত জানা গেছে আব্দুল খালেক তার স্ত্রী সন্তান নিয়ে একই এলাকার শাহজাহান হাওলাদারের বাড়িতে কেয়ারটেকার হিসেবে বসবাস করে আসছিল। নারকেল পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার আব্দুর রহিমের ছেলে কাউসার আলম (২৪),মোঃ কামাল (২৮),জামাল (৩০),আব্দুর রহিমের স্ত্রী কুসুৃম(৪৫), রিপনের স্ত্রী নাসিমা (৩০),করিমের ছেলে নাঈম, হজি মিয়ার ছেলে আব্দুর রহিম পূর্ব পরিকল্পিতভাবে ছোটনের দোকানের সামনে আব্দুল খালেক ও নয়ন বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তাদের চিৎকারে আব্দুল খালেকের ছেলে কাউসার, রিশাত, মমিন, কবির,মোহাম্মদ সেলিম ও শাহজাহান হাওলাদার এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে ফারুক জানায়।
শেষে তাদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এই নিয়ে আহত নয়ন বেগমের ভাই ফারুক বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। [যার নং ২৫৫(৩)১]
এই বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিনের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান- মারামারিকে কেন্দ্র করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পিবিএ/এসডি