পিবিএ,ঢাকা: গত ১৩ এপ্রিল র্যাব-২ রাজধানী আদাবরের আক্কাস নগর এলাকায় বিশেষ চেকপোষ্ট স্থাপন করে আন্তঃ জেলা মাদক কারবারী চক্রের সদস্য ক। মোঃ আজিম (৩৩),খ। মোঃ আল আমিন (২৮)দ্বয়কে গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধান ও আসামীদের জিজ্ঞাসাবাদে প্রেক্ষিতে তারা মাদক পরিবহনের কথা স্বীকার করে এবং তাদের দেয় তথ্য মতে ট্রাকের ড্রাইভার এর সিটের পিছনে ২টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ২৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে র্যাব-২ মোহাম্মদপুরের টাউনহল এলাকায় চেকপোষ্ট স্থাপন করে সন্দেহজনক প্রাইভেট কার থামিয়ে তল্লাশী কারতে থাকে। অতপর একটি প্রাইভেটকার উক্তস্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামী ক। মোঃ সাগর (৩২), খ। মোছাঃ রিমু আক্তার (২২)দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের নিষিদ্ধ মাদক ফেন্সিডিল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে প্রাইভেটকারের পিছনের সিটের নিচে তেলের ট্যাংকের ভিতরে বিশেষ ভাবে লুকায়িত ১৯৮ বোতল নিষিদ্ধ মাদক ফেন্সিডিল পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরষ্পর যোগসাজোসে দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সুকৌশলে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।
এছাড়াও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।
পিবিএ/জেডএইচ