পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

পিবিএ,ঢাকা: রাজধানীতে পৃথক অভিযানে মাদক ও চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। তারা হলেন, মাদক মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত মো. শেখ ফরিদ ও চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ডা. এম এম শামীমুজ্জামান।

শুক্রবার (১৬ ডিসেম্বর) র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে মাদক মামলায় চোর বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ ফরিদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। একইদিন সকালে আরেক অভিযানে কেরানীগঞ্জ এলাকা থেকে চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ডা. এম এম শামীমুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৩-এর অধিনায়ক জানান, গ্রেফতার ফরিদের বিরুদ্ধে ২০২০ সালের নভেম্বর মাসে চট্টগ্রাম কোতয়ালি থানায় মাদক মামলা হয়। ডা. এম এম শামীমুজ্জামানের বিরুদ্ধে ২০১৭ সালের অক্টোবরে পিরোজপুর সদর থানায় চেক জালিয়াতির মামলা হয়। মামলা হওয়ার পর থেকে তারা ঢাকার বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন।

গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন...