নেপালে ক্লাইমেট স্ট্রাইক সমাবেশ

পৃথিবীর স্বার্থে হিমালয়কে বাঁচাতে বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে হবে

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক
গঙ্গার উৎপত্তিস্থল নেপালের সানখোশী নদীর পাড়ে নাগরিক সমাবেশ

পিবিএ, সানখোশী (নেপাল): গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের প্রতি সংহতি জানিয়ে হিমালয় রক্ষার দাবীতে গঙ্গার উৎপত্তিস্থল নেপালের সানখোশী নদীর পাড়ে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, ওয়াটারকিপার্স বাংলাদেশ-নেপাল-চায়না এবং নেপাল রিভার কনজারভেশন ট্রাস্ট’র আয়োজনে এ নাগরিক সমাবেশে অনুষ্ঠিত হয়।

২৩ সেপ্টেম্বর সোমবার বিকেলে ৩টায় অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বক্তারা বলেন চীন, ভারত, নেপালসহ সমস্ত হিমালয়ের হিমবাহ আশংকাজনক হারে গলে যাচ্ছে। যা গঙ্গা ব্রম্মপূত্রের অস্তিত্বের সংকট। তাই পৃথিবীর স্বার্থে হিমালয়কে বাঁচিয়ে রাখার জন্য বৈশ্বিক উষ্ণতা ঠেকানোর জন্য বক্তারা নাগরিক সমাবেশে দাবী জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন নেপালের বাগমাতী রিভার ওয়াটারকিপার মৌসুম ক্যানাল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়াটারকিপার এলায়েন্স’র নির্বাহি পরিচালক মার্ক ইয়োগী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী বাপা’র যুগ্ম সম্পাদক শরীফ জামিল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াটারকিপার্স চায়নার হাও ঝিং, যুক্তরাস্ট্রের সাভানা রিভার ওয়াটারকিপার তনিয়া বনিতাতিবাস, যুক্তরাস্ট্রের আলতামাহা রিভারকিপার জেনিফার হিলবার্ন, ভারতের গোমতী রিভার ওয়াটারকিপার ভেঙ্কটেশ দত্ত, পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াটারকিপার এলায়েন্স’র নির্বাহি পরিচালক মার্ক ইয়োগী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে নেপাল রিভার কনজারভেশন ট্রাস্ট’র সাধারণ সম্পাদক মৌসুম ক্যানাল বলেন এই সানকোশী নদীর পানি ও পলি গঙ্গার মাধ্যমে হিমালয় থেকে বঙ্গোপসাগরে যায়। তাই টিকে থাকার জন্য পৃথিবীর উষ্ণায়ন বন্ধ করতে হবে।

পিবিএ/ মোঃ নূর আলম শেখ/জেডআই

আরও পড়ুন...