পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখতে চুয়াডাঙ্গায় আমদানিকারক ও আড়ৎদারদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক সজল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দারসহ জেলার পেঁয়াজ আমদানিকারক ও আড়ৎদাররা উপস্থিত ছিলেন।
সভায় কোন ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি না করেন সে বিষয়ে সতর্ক করেন জেলা প্রশাসক।
কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের মূল্য বৃদ্ধিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।
পিবিএ/সনজিত কর্মকার/এসডি