পিবিএ,ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধাদের অবমাননার অভিযোগে দায়ের করা মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে ১ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানির জন্য সময় আবেদন করেন।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির নতুন এই দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন। তাই এ মামলার শুনানির জন্য সময় প্রার্থনা করা হয়েছে।
পিবিএ/ইকে