পোরশায় সাপের কামড়ে মা ও মেয়ের মৃত্যু

map

পিবিএ,পোরশা (নওগাঁ): নওগাঁর পোরশায় বিষাক্ত সাপের কামড়ে নাসরিন বেগম (২৮) ও তার মেয়ে সোনালী (৩) নামের দুই মা-মেয়ের মৃত্যু হয়েছে। নাসরিন বেগম উপজেলার নিতপুর তলাগানইর গ্রামের মোজাহারুল ইসলামের স্ত্রী ও সোনালী মেয়ে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মত রাতের খাওয়া দাওয়া শেষ করে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময়ে মা ও মেয়েকে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপ কামড় দেয়। রাতেই স্থানীয় ওঝাদের দিয়ে ঝাড়ফুক করে কোন উপকার না হলে গতকাল বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

পিবিএ/ডিএম রাশেদ/এসডি

আরও পড়ুন...