পোরশায় আদিবাসী নারীদের ওয়াশ বিষয়ক প্রশিক্ষন

পিবিএ,পোরশা (নওগাঁ): নওগাঁর পোরশায় আদিবাসী নারীদের পরিস্কার পরিচ্ছন্নতা (ওয়াশ) বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। রোববার ও সোমবার উপজেলার গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে করিতাস রাজশাহী অঞ্চলের আদিবাসীদের স্থায়ীত্বশীলতা অর্জন প্রকল্পের বাস্তবায়নে প্রশিক্ষনে প্রশিক্ষন প্রদান করেন গাঙ্গুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা মেরিনা খানম, বন্ধুপাড়া মিশনের দাতব্য চিকিৎসালয়ের ইনচার্জ সিষ্টার নিলা রংডি, গ্রাম্য ধাত্রী শ্যামলী দাস, এসময় উপস্থিত ছিলেন বন্ধুপাড়া মিশনের ফাদার রকি কস্তা, প্রকল্পের মাঠ কর্মকর্তা বলাই মারান্ডী প্রমুখ। প্রশিক্ষনে ১৫জন করে দুই ব্যাচে মোট ৩০জন আদিবাসী নারী অংশগ্রহণ করেন।

পিবিএ/ডিএম রাশেদ/এসডি

আরও পড়ুন...