পিবিএ,পোরশা (নওগাঁ): নওগাঁর পোরশায় ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে ও তত্ত্বাবধানে এবং পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা ভূমি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ, ফোকাল পয়েন্ট কর্মকর্তা অধ্যক্ষ ওহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহম্মেদ, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ডিএম রাশেদ, ইসমাইল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে জেনে বুঝে এবং প্রশিক্ষন নিয়ে দক্ষ হয়ে বিদেশে যাওয়ার জন্য জনসাধারনকে অনুরোধ করা হয়েছে। এখন থেকে প্রতি বছর প্রতিটি উপজেলা থেকে ১হাজার দক্ষ কর্মী বিদেশে প্রেরন করা হবে বলে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। সভায় উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিবিএ/ডিএম রাশেদ/এসডি