পিবিএ,পোরশা (নওগাঁ): নওগাঁর পোরশায় উপজেলা মডেল প্রেসক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় উপজেলার সারাইগাছী বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি আমিনুল ইসলাম রাজুর সভাপতিত্বে ঐ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের নামে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারীর সাথে সম্পৃক্ত এবং সংগঠনের নীতিমালা লঙ্ঘন করায় সংগঠনের সদস্য ও জয়যাত্রা টেলিভিশনের সাংবাদিক শাহ আলমকে উপজেলা মডেল প্রেসক্লাব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাঈম, কোষাধক্য ইসমাইল হোসেন, সদস্য ও সিনিয়র সাংবাদিক ডিএম রাশেদ, জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দীন প্রমুখ। সভায় ভবিষ্যতে সংগঠনের কোন সদস্য এ ধরনের অপকর্মে যেন যুক্ত না হয় সে ব্যাপারে সকল সদস্যকে সতর্ক করে দেওয়া হয়।
পিবিএ/ডিএম রাশেদ/এসডি