পিবিএ,ডেস্ক: অভিনয় আর মোহনীয় রূপের দ্যুতি ছড়িয়ে হলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে স্থান দখল করে আছেন এমিলি জেন এমা স্টোন। এবারের অস্কার আসরে এমা স্টোন ছিলেন নানা কারণে আলোচিত। অস্কারে সেরা পার্শ্ব-অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন এমা স্টোন। অস্কার ঘোষণার পর অনেক অভিনেতা-অভিনেত্রীর কাছে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
এমা স্টোনের নানা কাজের ভিরে অনেকেরই হয়তো চোখে পড়েনি তার পোশাক। সোনালি কারুকাজ করা পোশাক তৈরি করতে সময় লেগেছে ৭১২ ঘণ্টা বা প্রায় ৩০ দিন। নিকোলাস গেসকুইয়ারের ডিজাইন করা পোশাকটি তৈরির পর আরো ২২ ঘণ্টা লাগে সেটা পরার উপযোগী করতে।
পোশাকটি তৈরির সঙ্গে জড়িত একজন জানান, ‘নকশা খুবই জটিল ছিল। এ জন্য পোশাকে ব্যবহৃত উপকরণগুলো লাগাতে বেশ বেগ পেতে হয়েছে। নকশা অনুযায়ী উপকরণগুলো ছোট-বড় করতেই অনেক সময় চলে গেছে।’ এর আগে তিনি একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার এবং তিনবার স্ট্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেছেন। ২০১৩ সালে তিনি ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত ১০০ সেলিব্রেটির তালিকায় স্থান করে নেন।
পিবিএ/এফএস