পিবিএ,ঢাকা: টাঙ্গাইলের ধনবাড়ীতে চলন্ত বাসে পোশাক শ্রমিককে গণধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডা দেয়া হয়েছে। বুধবার (২২মে) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বাস চালক হাবিবুর রহমান, হেলপার খালেক আলী ভুট্টো, হেলপার আশরাফুল ও কনডাক্টর রেজাউল করিম জুয়েল। এর মধ্যে রেজাউল করিম জুয়েল পলাতক রয়েছেন।
টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এস এম নাসিমুল আখতার রায়ের সত্যতা বিষয়টি নিশ্চিত করেছেন।
পিবিএ/আরআই