পিবিএ,ঢাকা: পোষাক শ্রমিকদের ১ থেকে ৭তম গ্রেডের বেতন সমন্বয় করা হয়েছে। এতে সর্বোচ্চ বেতন বেড়েছে ৫২৫৭ টাকা। আর সর্বনিন্ম ২৭০০ টাকা।
রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান নতুন এ মজুরি কাঠামো ঘোষণা করেন।
এর ফলে প্রথম গ্রেডে পাঁচ হাজার ২৫৭ টাকা বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ২৫৭ টাকায় উন্নীত হয়েছে। দ্বিতীয় গ্রেডে চার হাজার ৫১৬ টাকা বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ৪১৬ টাকা হয়েছে। এছাড়া তৃতীয় গ্রেডে তিন হাজার ৪০ টাকা বৃদ্ধি পেয়ে ৯ হাজার ৮৪৫ টাকা, চতুর্থ গ্রেডের দুই হাজার ৯২৭ টাকা বৃদ্ধি পেয়ে নয় হাজার ৩৪৭ টাকা, পঞ্চম গ্রেডে দুই হাজার ৮৩৩ টাকা বৃদ্ধি পেয়ে আট হাজার ৮৭৫ টাকা, ষষ্ঠ গ্রেডে দুই হাজার ৭৪২ টাকা বৃদ্ধি পেয়ে আট হাজার ৪২০ টাকা ও সপ্তম গ্রেডে দুই হাজার ৭০০ টাকা বৃদ্ধি পেয়ে আট হাজার টাকায় উন্নীত হয়েছে।
সংশ্লিষ্টদের ঐক্যমতের ভিত্তিতে শ্রমিকদের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডের সঙ্গে ১ ও ২ নম্বর গ্রেডের মজুরি সমন্বয়ের এ নির্দেশ দিয়েছেন। গেল বছর মালিক-শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে পোশাক খাতে সর্বনিম্ন ৮ হাজার টাকা মজুরি চূড়ান্তের সিদ্ধান্ত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা ২০১৯ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা।
বৈঠকে উপস্থিত শ্রমিক পক্ষের প্রতিনিধি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনও সংশোধিত মজুরি কাঠামোকে স্বাগত জানিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করে গত ২৫ নভেম্বর গেজেট প্রকাশ করে সরকার। ডিসেম্বরের ১ তারিখ থেকে তা কার্যকর করার নির্দেশনা দেয়া হয় সেখানে।
ওই মজুরি কাঠামোর কয়েকটি গ্রেডে বেতন কমে যাওয়ার অভিযোগ জানিয়ে গত ৬ জানুয়ারি থেকে ঢাকা ও আশপাশের গার্মেন্ট অধ্যুষিত এলাকাগুলোতে বিক্ষোভ দেখাচ্ছে পোশাক শ্রমিকরা। আবার অনেক কারখানায় নির্ধারিত সময়ে নতুন মজুরি কাঠামো বস্তবায়ন হয়নি বলেও অভিযোগ রয়েছে শ্রমিকদের।
পিবিএ/জআই